• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লাইসেন্স না থাকায় ১১ রেস্টুরেন্টকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৫
11 restaurants were fined, around Tk 1.5 lakh, rtv news
জরিমানা

সাভারে লাইসেন্স না নিয়ে রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনার দায়ে ১১টি রেস্টুরেন্টকে এক লাখ ৪৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ওই ১১টি রেস্টুরেন্টকে আগামী সাত দিনের মধ্যে লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালায় সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

অভিযান থেকে লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনার দায়ে ১১টি রেস্টুরেন্টকে এক লাখ ৪৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি রেস্টুরেন্টগুলোকে আগামী সাত দিনের মধ্যে লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যথায় রেস্টুরেন্টগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

চতুর্থ দিনে এ নিয়ে সাভারে মোট ৩৩টি রেস্টুরেন্টকে চার লাখ পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এসময়, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান সাভারের অন্যান্য রেস্টুরেন্টগুলোতেও এমন অভিযান সামনের দিকে অব্যাহত থাকবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
X
Fresh