• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সহকর্মীকে হত্যার দায়ে আনসার সদস্যের মৃত্যুদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৪
Ansar member, sentenced to death for killing, colleague, rtv news, rtv news
আদালত

খাগড়াছড়িতে সহকর্মীকে হত্যার দায়ে রফিকুল ইসলাম (৪০) নামে সাবেক এক আনসার সদস্যের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকায় অর্থদণ্ড দেয়া হয়েছে।

বৃহষ্পতিবার দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এই রায় ঘোষণা করেন।

এদিকে আসামি পলাতক রয়েছে। প্রায় পাঁচ বছর পর মামলার রায় ঘোষণা করেছে আদালত। রফিকুল ইসলাম পানছড়ির বলিটিলা এলাকার মঙ্গল মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

জানা যায়, ২০১৫ সালের তিন জুলাই খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার চৌধুরী হিল আনসার ক্যাম্পে অন্য সহকর্মীদের কথার শব্দে ঘুমে সমস্যা হওয়ায় ক্ষিপ্ত হয় রফিকুল ইসলাম। এ সময় সহকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে রফিকুল ইসলাম নিজের ব্যবহৃত অস্ত্র দিয়ে গুলি করতে গেলে বাঁধা দেয়ার সময় পোস্ট কমান্ডার আমির হোসেনকে(৬০) প্রথম গুলি করে। এ সময় সে ফাঁকা গুলি ছুঁড়েতে ছুড়ঁতে নিজের ব্যবহৃত অস্ত্র ও গুলি নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে আমিন হোসেনের মৃত্যু হয়।

ওই দিন নিহতের ছেলে ফরিদ উদ্দিন বাদী হয়ে দীঘিনালা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তী একই বছরের ১৭ সেপ্টেম্বর পুলিশ রফিকুল ইসলামকে আসামি দেখিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষ মোট ১২জন স্বাক্ষীর সাক্ষ্য আদালতে উপস্থাপন করেন। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রায় পাঁচ বছর পর আদালত রায় ঘোষণা করেন।

জেবি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
X
Fresh