• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ (ভিডিও)

নারায়ণগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫১

নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী ট্রেন শহরের দুই নম্বর রেলগেট এলাকায় চারটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে এক নম্বর রেলগেট গিয়ে থামে। এসময় যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পরলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা। তিনি জানিয়েছেন, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা নারায়ণগঞ্জ রেল চলাচল বন্ধ রয়েছে। ঢাকার যোগাযোগ করা হয়েছে দ্রুত ট্রেনটি উদ্ধার করে রেল লাইন মেরামত করা হবে।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুখলেসুর রহমান জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ঘটনায় কোনেও হতাহতের ঘটনা ঘটেনি। রেলওয়ে পুলিশ নিরাপত্তা দিচ্ছে যাতে করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
রাজধানীতে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
লঞ্চ-ট্রেন-বাসে যাত্রী চাপের মধ্যেই রাজধানীতে ফিরছে মানুষ
X
Fresh