• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খোদ আদালতের খাসকামরা থেকে বিচারকের ব্যাগ চুরি

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:২৯
Stealing the judge's, bag from rtv news
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের সহকারী জজ উম্মে হাবিবা আজ বুধবার দুপরে আদালতের এজলাসে বিচার কাজে ব্যস্ত ছিলেন। বিচারকাজ শেষে তিনি খাসকামরায় গিয়ে দেখেন তার ব্যাগটি নেই। ব্যাগে তার জাতীয় পরিচয়পত্র, এটিএম কার্ড, টাকাসহ কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিলো। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, ব্যাগটি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

সহাকারী জজ উম্মে হাবিবার স্বামী মো. আশিকুর রহমান কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। তিনি বলেন, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মায়া ভৌমিক বলেন, বিচারকের খাসকামরায় চুরির ঘটনা বেশ উদ্বেগের। তিনি আদালত এলাকায় আরও নিরাপত্তা জোরদারের দাবি জানান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই গোল্ডেন মনিরের খালাস নিয়ে যা বললেন আদালত
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
জামিন বাতিল, রাখিকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের
X
Fresh