• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় শত শত ট্রাক

আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫২
পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় শত শত ট্রাক

পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে শত শত পণ্যবাহী ট্রাক। এতে দুই ঘাটেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে নাব্যতা সংকট, নদীতে স্রোত ও ঘাটের সমস্যার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রায় দেড় সপ্তাহ ধরে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে পাটুরিয়া ঘাট এলাকা ও আরিচা ঢাকা মহাসড়কের উথলীর মোড় পর্যন্ত প্রায় আট শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। তবে যাত্রীবাহী বাসের চাপ কম দেখা যায়। পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় প্রতিদিনই তিন থেকে চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তখন ফেরি পারাপারে বিভিন্ন যানবাহনের যাত্রীদের ঘাটে এসে ছয় থেকে সাত ঘণ্টা করে অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এদিকে নাব্যতা সংকটের কারণে গত প্রায় দুই মাস ধরে পাটুরিয়া ফেরিঘাটের বেসিনে ড্রেজার দিয়ে পলি অপসারণ করায় ফেরিগুলো ঘাটে ভিড়তে সমস্যা হচ্ছে। ঘাটের পকেট বন্ধ রেখে ড্রেজিং করায় ফেরি যানবাহন অনেক কম পারাপার হচ্ছে। ফেরিগুলো সরাসরি ঘাটে ভিড়তে পারছে না। এ কারণে ঘাটে ফেরি ভিড়তে সময় বেশি লাগছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে নাব্যতা ঘাট এলাকায় কয়েকশ’ ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে বাসের চাপ কম আছে। এ নৌরুটে চলাচলরত ১৯টি ফেরির দুইটি ফেরি বিকল থাকায় ১৭ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

অপর দিকে নদীতে নতুন করে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে কয়েকশ পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) ঢাকাসহ বিভিন্ন জেলায় ফেরি পারের অপেক্ষায় রয়েছে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক। এ নৌ-রুটে ১৪টি ফেরি চলাচল করছে। দুটি রোরো ফেরির ইঞ্জিন বিকল হওয়ায় মেরামতের জন্যে পাটুরিয়ার ভাসমান কারখানায় পাঠানো হয়েছে।

পানি বৃদ্ধিতে তীব্র ঘূর্ণায়মান স্রোতের টানে দৌলতদিয়া ৩নং ফেরি ঘাটটি ভাঙনের হুমকির মধ্যে রয়েছে। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ওই ভাঙন এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকাতে প্রচেষ্টা চালাচ্ছে।

এদিকে এ নৌরুটের পাটুরিয়া অংশে ফেরি চলাচলের চ্যানেলে পলি জমে নাব্য সংকট দেখা দিয়েছে। নাব্য সংকট দূর করতে গত ২২ আগস্ট থেকে ৫টি ড্রেজার দিয়ে পলি অপসারণের কাজ চলমান রয়েছে। এ কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় মহাসড়কে প্রতিদিনই যানজট লেগেই আছে। এতে ভোগান্তিতে পরছেন যাত্রী ও চালকেরা।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, কয়েকদিন ধরে হঠাৎ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে তীব্র স্রোত থাকায় ফেরি পারাপারে সময় লাগছে বেশি। ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় বাস, প্রাইভেটকার ও পণ্যবাহী কিছু যানবাহন রয়েছে ফেরি পারের অপেক্ষায়।

এনএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh