• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চেতন ফিরে পাওয়ার পর ইজিবাইকটি পায়নি রমজান

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৭
Ramadan did not, get the easybike, rtv news
ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ইজিবাইক চালক মো. রমজান হোসেনকে (১৭) অচেতন করে তার ইজিবাইকটি চুরি করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

রমজান পার্শ্ববর্তী কাঁঠালিয়া উপজেলার ছোট কৈখালী গ্রামের মো. আবুবকরের ছেলে।

স্থানীয়রা অচেতন অবস্থায় রমজানকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রমজানের জ্ঞান ফিরে আসলে তার কাছ থেকে জানা গেছে, পুটিয়াখালীর মীরের হাট এলাকা থেকে যাত্রী নিয়ে সে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরে তারা রমজানকে খাবার খাওয়ায়। কিছুক্ষণ পরে রমজান অচেতন হয়ে রাস্তার পাশে পরে থাকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল খায়ের মাহমুদ আরটিভি নিউজকে জানান, রমজানকে খাবারের সঙ্গে অচেতন করার ওষুধ খাওয়ানো হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আরটিভি নিউজ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘স্বাধীনতার চেতনা ধ্বংস করার জন্য বিএনপির জন্ম’
‘আ.লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয় বিএনপি’
ধ্বংস, মৃত্যু আর ক্ষুধার মধ্যেই গাজাবাসীর ঈদ
আরটিভিতে আজ যা দেখবেন
X
Fresh