• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভবন ভাঙার সময় পথচারীসহ নিহত ২ (ভিডিও)

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৪

গাইবান্ধা শহরে চার লেন প্রকল্পের অধিগ্রহণকৃত জায়গা থেকে বিল্ডিং ভাঙার সময় আজাদ (৫০) নামে এক শ্রমিক ও আব্দুল ওয়াহেদ নামে এক পথচারী নিহত হয়েছেন।

নিহতদের বাড়ি গাইবান্ধার সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা রেজিস্ট্রি অফিসসংলগ্ন রমেশ সাহার ব্যবসা প্রতিষ্ঠানের পাকা বিল্ডিং ভাঙার সময় দুপুর একটার দিকে দেয়াল ও ছাদ ধসে পড়ে। এতে দেয়াল চাপা পড়ে শ্রমিক আজাদ ঘটনাস্থলে নিহত হন। এ সময় পথচারী আব্দুল ওয়াহেদ গুরুতর আহত হলে তাকে গাইবান্ধা জেলা হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খান মো. শাহরিয়ার বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
ধান খেয়েছে হাঁস, মারামারিতে নিহত ১
X
Fresh