• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গাছ লাগানোকে কেন্দ্র করে ভাগ্নের লাঠির আঘাতে মামীর মৃত্যু (ভিডিও)

স্টাফ রিপোর্টার, শেরপুর, আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৬

শেরপুরে গাছ লাগানোকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ভাগ্নের লাঠির আঘাতে রোজিনা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার মধ্য রাতে রাজধানী ঢাকার উত্তরা আরএমটি হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রোজিনা বেগমের মৃত্যু হয়।

রোজিনা বেগম সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়াগড় এলাকার হাতেম আলীর স্ত্রী।

আজ বুধবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে রোজিনা বেগমের সঙ্গে তার ননদ কাজলী বেগম ও ছেলে কাদের মিয়ার বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে গত ২১ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে বাড়ির পাশে সীমানায় রোজিনা বেগম ও তার সৎ ছেলে মজনু মিয়া একটি সজনা গাছ লাগাতে গেলে কাজলী বেগমের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে কাদির মিয়া (৩৩) গাছের ডাল দিয়ে রোজিনা বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে গুরুতর অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোজিনা।

ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম।

আরও পড়ুন : ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে রোববার জানাবে সৌদি কর্তৃপক্ষ

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ
ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার
মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
X
Fresh