• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মসজিদে বিস্ফোরণ: জবানবন্দি শেষে বৈদ্যুতিক মিস্ত্রি কারাগারে

নারায়ণগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৫
মসজিদে বিস্ফোরণ: জবানবন্দি শেষে বৈদ্যুতিক মিস্ত্রি কারাগারে
বৈদ্যুতিক মিস্ত্রি মোবারক হোসেন ।। ফাইল ছবি

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তারকৃত বৈদ্যুতিক মিস্ত্রি মোবারক হোসেনের দুই দিন রিমান্ড শেষে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে জবানবন্দি দেয়ার পর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মসজিদে বিদ্যুতের ২ নম্বর সংযোগ ও ওয়ারিংয়ের কাজ করার অভিযোগে রোববার সিআইডি তাকে গ্রেপ্তার করে।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত বৈদ্যুতিক মিস্ত্রি মোবারক হোসেনের রিমান্ড শেষে বিকেলে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এসময় তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। ৫ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানায় এসআই হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাত আসামীদের নামে মামলা করেন। এ মামলা পরে সিআইডিকে হস্তান্তর করা হয়। সিআইডি শনিবার তিতাসের বহিষ্কৃত ৮ কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করে। সেদিন আবেদনের প্রেক্ষিতে দুই দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।

সোমবার রিমান্ড শেষে আদালতে হাজির করলে আসামী-পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালত জামিন মঞ্জুর করেন।

এনএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণ, অতঃপর....
X
Fresh