• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাবেক কাউন্সিলর রাজীবের জামিনের আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট

আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫০
The High Court did, not respond to the bail, rtv news
সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন চেয়ে করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট।

তবে তাকে জামিন কেন দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

আজ দুদকের পক্ষে আইনজীবী ছিলেন মো. খুরশীদ আলম খান ও শাহীন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি মাহজাবিন রাব্বানী দীপা। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী শিউলি খানম ও এম. ফেরদৌস আল বশির।

গেল ছয় ফেব্রুয়ারি এ মামলায় রাজীবের জামিন আবেদন খারিজ করেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে ভার্চুয়াল কোর্টে আবেদনের পর আদালত নিয়মিত কোর্ট খোলা পর্যন্ত আবেদনটি স্ট্যান্ডওভার (মূলতবি) রাখার আদেশ দেন।

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘সুলতান’ খ্যাত ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গেলো বছরের ১৯ অক্টোবর আটক করে র‌্যাব।

এরপর ছয় নভেম্বর দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে ২৬ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন। সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নাসিরকে হত্যা করতে চেয়েছিলেন পরীমণি’
নড়াইলে ১৫ দিনব্যাপী সুলতান মেলা শুরু
রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় আইনজীবী নিহত
বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি আসলাম, সম্পাদক হাবিব
X
Fresh