• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাদশার মরদেহ ১৭ দিন পর ফেরত দিলো ভারত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৭
The king's body, was returned to India after 17 days, rtv news
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাদশার মরদেহ দীর্ঘ ১৭ দিন পর ফেরত দিয়েছে ভারত।

গতকাল সোমবার বিকেল পাঁচটা পাঁচ মিনিটে জমিনপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাদশার মরদেহ বাংলাদেশি পুলিশের কাছে হস্তান্তর করে।

মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন, নিহত যুবক বাদশার ভাই রিপন আলী, স্থানীয় শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হক।

চাঁপাইনবাবগঞ্জের-৫৯ বিজিবির অধিনায়ক মাহমুদুল হাসান আরটিভি নিউজকে জানান, গেলো ৫ সেপ্টম্বর বিএসএফের গুলিতে সীমান্তে মারা যাওয়া বাংলাদেশি নাগরিক বাদশার মরদেহ গতকাল বিকেলে ভারতীয় পুলিশ বিজিবির উপস্থিতিতে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয় শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হক আরটিভি নিউজকে জানান, সোমবার রাত নয়টায় পারিবারিক কবরস্থানে বাদশাকে দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে গেলো ৫ সেপ্টম্বর রাতে মারা যান শিবগঞ্জ উপজেলার তেলকুপির রফিকুলের ছেলে বাদশা। ভারতের অভ্যান্তরে দীর্ঘক্ষণ মরদেহ পড়ে থাকার পর বিএসএফ সদস্যরা মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। বিজিবি ও বিএসএফ পর্যায়ে সেদিন একাধিকবার পতাকা বৈঠক হলেও মরদেহ ফেরত দেয়নি ভারত।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
X
Fresh