• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আরও এক মাসের জামিন পেলেন সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩০
Former MP Awal, and his wife, rtv news
পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের জামিনের মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করা হয়েছে।

আজ সোমবার পিরোজপুর বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করার পর বিচারক মো. মহিদুজ্জামান তাদেরকে পরবর্তী এক মাসের জন্য জামিনের সময় বর্ধিত করেন।

গত ৩০ ডিসেম্বর দুদক সাবেক সংসদ সদস্য আউয়ালের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে। এর একটিতে তার স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়। তবে গেলো সাত জানুয়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান আউয়াল দম্পতি।

এরপর গেলো তিন মার্চ আউয়াল দম্পতি পিরোজপুর বিশেষ জজ আদালতে হাজির হয়ে দুই মাসের জামিন পান। তবে সকালে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক জেল হাজতে পাঠানোর আদেশ দিলেও ওই দিন সেই বিচারককে অন্যত্র বদলি করা হয়। এরপর বিকেলে ভারপ্রাপ্ত বিচারক আউয়াল দম্পতির জামিন আবেদন মঞ্জুর করেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনা প্রেস ক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
স্ত্রীসহ সাবেক এমপির পিএসের বিরুদ্ধে দুদকের মামলা
X
Fresh