• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় সপ্তাহের ব্যবধানে চালের দাম বৃদ্ধি

নওগাঁয় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৪
Rice prices, rise in Naogaon, weekly, rtv news , rtv news
নওগাঁয় চালের দোকানে ক্রেতা

হঠাৎ করেই উত্তরাঞ্চলের জেলা নওগাঁয় বৃদ্ধি পেয়েছে চালের দাম। খুচরা ও পাইকারি চাল বিক্রেতারা গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে চালের দাম তিন থেকে চার টাকা বেড়েছে। চালের দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতারা চাল না কিনে বাড়ি ফিরে যাচ্ছেন বলে জানান চাল বিক্রেতারা।

তারা জানান, গেলো সপ্তাহে মোটাসহ সকল প্রকার চালের দাম কেজিতে বেড়েছে তিন থেকে চার টাকা। এতে করে যারা নিম্নআয়ের মানুষ রয়েছেন যারা দৈনন্দিন চাল কিনেন তারা বিপাকে পরেছেন।

বিক্রেতারা জানান, মিলাররা চাল মজুদ করে চালের দাম বেশি করছেন। তারা চালের দাম যখন কম থাকে তখন তারা চাল মজুদ করেন, তাই সপ্তাহের ব্যবধানে চালের দাম উঠা নামা করে বলে অভিযোগ করেছেন নওগাঁ পৌর চাল ব্যবসায়ীরা।

এদিকে, গত সপ্তাহে মোটা জাতের চালের দাম ৩৬-৩৮ টাকা থাকলেও এ সপ্তাহে তা বেড়ে ৪০ থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে চিকন জাতের চালের দাম গত সপ্তাহে ৪৬-৪৮ টাকা কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে তা বেড়ে ৫০-৫২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন নওগাঁ পৌর খুচরা ও পাইকারি চাল বিক্রেতারা।

এসএ/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেমরায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম 
ইসরায়েলে বড় আকারের রকেট হামলা চালাল হিজবুল্লাহ
X
Fresh