smc
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ৭ কার্তিক ১৪২৭

কমতে শুরু করেছে যমুনার পানি

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ, আরটিভি নিউজ

|  ২১ সেপ্টেম্বর ২০২০, ১০:২৭ | আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৩
The water of Jamuna has started decreasing
কমতে শুরু করেছে যমুনার পানি
সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি কমতে শুরু করেছে। গেলো ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার কমে আজ সকালে কাজিপুর পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে ও সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে যমুনা নদীর পানি সামান্য কমলেও সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। নদী তীরবর্তী ছয়টি উপজেলার বাড়ি-ঘরে চার থেকে পাঁচ ফুট করে পানি রয়েছে। যার ফলে অধিকাংশ বন্যাকবলিত মানুষ আশ্রয়কেন্দ্র ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। তবে চরাঞ্চলের অনেক স্থানে আশ্রয়কেন্দ্র না থাকায় বানভাসী মানুষকে বাড়িতে চৌকি উঁচু করে গবাদি পশুর সঙ্গে বসবাস করতে হচ্ছে। এসব এলাকায় বন্যাকবলিত মানুষ সুপেয় পানি, খাবার ও পয়নিষ্কাষণ সমস্যায় রয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছে বন্যাকবলিত হাজার হাজার মানুষ।

গেলো ছয় দিন যাবত মানুষ নতুন করে বন্যাকবলিত হলেও জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের বানভাসিদের পাশে দাঁড়াতে তেমন দেখা যায়নি।

এদিকে ভাঙনকবলিত সদর উপজেলার পাঁচ ঠাকুরী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে।

জেবি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৯৪৮২৭ ৩১০৫৩২ ৫৭৪৭
বিশ্ব ৪,১৫,৭০,৮৩১ ৩,০৯,৫৮,৫৪৬ ১১,৩৭,৭০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়