• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হবিগঞ্জে চাষ হচ্ছে কিং তরমুজ, বিঘায় উৎপাদন প্রায় ৬০ মণ (ভিডিও)

হবিগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২১ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৪

হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রথমবারের মতো সাগর কিং তরমুজ চাষ করে চমক দেখালেন হাফিজপুর গ্রামের তৌহিদ মিয়া।

গ্রীষ্মকালের তরমুজ শরৎকালে বাম্পার ফলন হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উৎপাদন খরচ কম ও চাহিদাও বেশি হওয়ায় এমন ব্যতিক্রমী চাষাবাদে অনুপ্রাণিত হয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তৌহিদ মিয়া এক বিঘা জমিতে ইন্ডিয়ান সাগর কিং জাতের তরমুজ চাষ করেন। রোপণের দুই মাসেই ফল আসতে শুরু করে।

তরমুজ চাষি জানান, তার এক বিঘা জমিতে ফলন হয় প্রায় ৬০ মণ তরমুজ। যা থেকে তিনি দুই লাখ টাকা লাভের আশা করছেন। উপজেলায় এ জাতের তরমুজ দেখতে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী।

হবিগঞ্জের বাহুবল উপ-সহকারী কৃষি অফিসার মো. শামীমুল হক শামীম বলেন, লাভজনক হওয়ায় আগামী বছর আরও বেশি জমিতে তরমুজ আবাদ হবে বলে আমি মনে করি।

হবিগঞ্জের বাহুবল উপ-সহকারী কৃষি অফিসার মো. আব্দুল আওয়াদ বলেন, বাহুবলে এই প্রথম এই তরমুজ চাষ হয়েছে। আমাদের যে ফলের চাদিহা রয়েছে তা অনেকটাই পূরণ করবে এই ফল। আগামীতে আরও অনেকেই এই তরমুজ চাষ হবে বলে আমি আশা করছি।

পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অনেকেই তরমুজ চাষ করে সাবলম্বী হবেন। এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

এসএ/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর যেসব স্থানে কৃষকের দামে মিলবে তরমুজ
হবিগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত
তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন হাসপাতালে
১৫০ টাকায় পাওয়া যাবে তরমুজ
X
Fresh