• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হিলি দিয়ে আবারও পেঁয়াজ আমদানি বন্ধ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৪
হিলি দিয়ে আবারও পেঁয়াজ আমদানি বন্ধ
ফাইল ছবি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ আর আসছে না ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ। তবে আগামীকাল আবারও হিলি বন্দর দিয়ে আসতে পারে টেন্ডার করা পেঁয়াজ, এমটা মনে করছেন হিলির আমদানিকারকরা।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, গতকাল ভারত থেকে ১১ ট্রাকে ২৪৬ মেট্রিক টন পেঁয়াজ আসে হিলি স্থলবন্দরে। তবে সেই সব পেঁয়াজের ৭৫ শতাংশই পঁচে গেছে। যার ফলে অনেক ক্ষতির মুখে পরেছেন তারা।

তারা আরও জানান, ভারত সরকার কোনও কারণ ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। এতে করে প্রায় ২৪০টির মতো পেঁয়াজ বোঝাই ট্রাক ভারতের অভ্যন্তরে দাঁড়িয়ে আছে। সেই সব পেঁয়াজ নিয়ে আমদানিকারকরা চিন্তায় রয়েছেন।

হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, গত কয়েক দিন আগে প্রায় ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য এলসি করা হয়েছে। এলসিকৃত পেঁয়াজগুলো রপ্তানি করার জন্য ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদের বলা হয়েছে, ভারত ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন এলসিকৃত পেঁয়াজগুলো তারা দিবেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম
বাংলাদেশ ও আমিরাতে ভারতের পেঁয়াজ কূটনীতি
রাজবাড়ীতে ‘কালো সোনা’ পেঁয়াজ বীজ চাষে স্বপ্ন দেখছে কৃষক
পেঁয়াজ আমদানিতে আমাদের ঝুঁকি নিতে হয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
X
Fresh