• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতের পেঁয়াজে ফ্যান দিয়ে বাতাস দেয়া হচ্ছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৮
ভারত থেকে আসা পেঁয়াজ বেশিরভাগই পচা, ফ্যান দিয়ে দেয়া হচ্ছে বাতাস
ছবি: সংগৃহীত

পাঁচ দিন বন্ধ থাকার পর গেল শনিবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলসির টেন্ডার করা আটটি পেঁয়াজ ভর্তি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করে। এতে প্রায় ২৪০ টন পেঁয়াজ ছিল। তবে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বেশিরভাগই পচা।

আজ রোববার সকালে দেখা গেছে, শিবগঞ্জের আড়তগুলোতে ফ্যান দিয়ে পেঁয়াজে বাতাস দেয়া হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, আমদানি করা পেঁয়াজের অধিকাংশ পেঁয়াজই পঁচে গেছে। এতে তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

শিবগঞ্জের পেঁয়াজ আড়তদাররা জানান, ভারত থেকে আমদানি করা পেঁয়াজের মধ্যে প্রায় ৩০ ভাগই নষ্ট।