• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী দুই দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫১
Those officers and employees of Titus have been remanded for two days
বিস্ফোরণের ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা ও কর্মচারীকে দুইদিনের রিমান্ড মঞ্জুর

নারায়ণগঞ্জের পশ্চিমতল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা ও কর্মচারীকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃতদের অধিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদনের জন্য আদালতে নেয় সিআইডি। পরে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্তব্যে অবহেলার অভিযোগে ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পরে আজ সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের ৮ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃরা হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া ও কর্মচারী মো. ইসমাইল প্রধান।

সিআইডির ডিআইজি মাইনুল হাসান বলেন, তদন্তের এক পর্যায়ে আমরা তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারিকে গ্রেপ্তার করেছি। রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবদ করে এ সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা করছি।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। বাকি তিনজনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।
কেএফ/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
যেসব এলাকায় বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না 
সোমবার কোথায় কখন গ্যাস থাকবে না
X
Fresh