• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাভারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫

আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫১
Savar passenger bus loses control, falls into ditch, 15 injured
সাভারের বলিয়ারপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

সাভারের বলিয়ারপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক-হেলপার ও যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আহতদের মধ্যে ৩ জনের অবস্থায় গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী যাত্রীবাহী বাসটি সাভারের বলিয়ারপুর পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি মহাসড়ক থেকে খাদে পড়ে গিয়ে চালক, হেলপার ও যাত্রীসহ আহত হন অন্তত ১৫ জন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

ওই ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
কেএফ/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩
সাভারে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা
যাত্রীবাহী বাসে ডাকাতি, ছুরিকাঘাতে পুলিশ সদস্য হাসপাতালে 
X
Fresh