• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আজ আসবে ভারত থেকে টেন্ডার করা পেঁয়াজ, কমেছে দাম (ভিডিও)

হিলি প্রতিনিধি,  আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৬

নানা জল্পনা-কল্পনা শেষে অবশেষে আজ শনিবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত হতে টেন্ডারকৃত পেঁয়াজগুলো প্রবেশ করবে। যার খবরে হিলির স্থলবন্দরের খুচরা ও পাইকারি বাজারে কমতে শুরু করেছে দাম। প্রতি কেজি ১০ থেকে ২০ টাকা কমে প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা।

গতকাল রাত নয়টায় ভারত হতে একটি নোটিভিকেশনের মাধ্যমে জানিয়েছেন ভারতের কাস্টমস কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন আরটিভি নিউজকে জানান, ভারতের অভ্যন্তরে অবস্থান করা টেন্ডারকৃত পেঁয়াজের ট্রাকগুলো আজ হিলি স্থলবন্দরে প্রবেশ করবে। সেইসঙ্গে আমরা হিলির আমদানিকারকরা ভারতের ব্যবসায়ীদের জানিয়েছি এলসি করা প্রায় ১০ হাজার পেঁয়াজগুলো দেওয়ার জন্য। ভরতের ব্যবসায়ীরা আসস্থ করেছেন সেগুলোও তারা দিবেন।

তিনি আরও জানান, ইতোমধ্যে হিলির খুচরা ও পাইকারি বাজারে কমতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম। টেন্ডার করা পেঁয়াজগুলো আজ বন্দরে প্রবেশ করলে আরও কমে যাবে পেঁয়াজের দাম।

আরও পড়ুন: পাবনায় কৃষকের ঘরে পেঁয়াজ মজুদ, বাজারে দাম বেশি

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম
হিলি স্থলবন্দর দিয়ে ৭০০ টন আলু আমদানি
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে সোমবার থেকে আমদানি-রপ্তানি শুরু
X
Fresh