• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভোর থেকেই হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে জড়ো হচ্ছেন মুসল্লি-আলেমরা

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৯
Devotees and scholars have been gathering at the premises of Hathazari Madrasa since morning
হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে জড়ো হচ্ছেন মুসল্লি-আলেমরা

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। তার জানাজা আজ শনিবার দুপুর ২টায় চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

আজ শনিবার ফজরের পর থেকেই হাজারো আলেম, মাদরাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষ মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হচ্ছেন। জানা গেছে, কুমিল্লা, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীসহ আশপাশের জেলাগুলোর বহু কওমী মাদরাসা থেকে বিপুল শিক্ষার্থী ও আলেমরা জানাজায় অংশ নিতে আসছেন।

জানা গেছে, হাটহাজারী মাদরাসার দক্ষিণ গেটে শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও ছাত্রদের হুজুরকে দর্শনের জন্য সুযোগ করে দেয়া হবে।

এরই মধ্যে আজ শনিবার সকাল ৯টার দিকে শাহ আহমদ শফী মরদেহ মাদরাসা প্রাঙ্গণে পৌঁছায়। এর আগে ঢাকা থেকে রাত ২টার দিকে সড়ক পথে রওনা হয় তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স।