• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্বর্ণ বহনকারীকে ১২ বছরের কারাদণ্ড

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৬ মার্চ ২০১৭, ১৯:১৩

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা অবৈধ ৭৫টি সোনার বারসহ গ্রেপ্তার হওয়া জামাল উদ্দিনকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকার অর্থদণ্ড ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন। আসামি জামাল জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।

চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী আরটিভি অনলাইনকে জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত জামালকে দণ্ডিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গেলো ২০১৩ সালে বিমানবন্দর থেকে অবৈধ ৭৫টি সোনার বারসহ জামালকে গ্রেপ্তার করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গেলো ২০১৪ সালের ৭ মার্চ তার বিরুদ্ধে করা মামলার চার্জশিট গঠন করা হয়। ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর মামলাটির বিচার শুরু করেন আদালত। ৮ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া শেষে আদালত রায়টি দেন।

কে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh