• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘মেঘনার ভাঙন রোধে ৩২শ’ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার’

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪১
Govt launches Rs 3200, crore project
মেঘনার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করছেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের মেঘনা নদীর ভাঙন রোধে ৩২শ’ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। আগামী বর্ষা আসার আগেই দুই উপজেলার ৩১ কিলোমিটার এলাকায় নদী ড্রেজিং ও তীর রক্ষা বাঁধের কাজ শুরু করা হবে।

আজ শুক্রবার সকালে মেঘনার ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এসে কমলনগরের লুধুয়া বাজার এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। বহুকাল থেকে নদীভাঙন চলে আসছে। তড়িগড়ি করে নদীভাঙন রোধ সম্ভব নয়। তবে সরকার এ ব্যাপারে আন্তরিক। নদী শাসনে সরকার বড় বড় প্রকল্প হাতে নিয়েছে। কয়েকটি প্রকল্প চালু রয়েছে। করোনাভাইরাসের কারণে পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা ধীরগতি হলেও শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ।

পথসভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন মাস্টারের সভাপতিত্বে আরও ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) আব্দুল মান্নান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ ও উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী।

পরে প্রতিমন্ত্রী রামগতির সোনালী গ্রাম, বালুরচর ও চর আলগী এলাকার মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী
‘চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে’
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
X
Fresh