• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশে আসার অপেক্ষায় ২০০ ট্রাক পেঁয়াজ ভারতেই পচন ধরেছে

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৬
Imports of onions, miserable truckloads
ছবি: সংগৃহীত

ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় গেলো পাঁচ দিন ধরে সেদেশের অভ্যন্তরে দাঁড়িয়ে আছে প্রায় দুইশ’ পেঁয়াজবোঝাই ট্রাক।

এদিকে গরম ও অতিরিক্ত বৃষ্টির কারণে নষ্ট হতে শুরু করেছে পেঁয়াজগুলো। এতে বড় ধরনের লোকসানের মুখে পরতে হবে বলে মনে করছেন আমদানিকারকরা।

টেন্ডার অনুমোদিত পেঁয়াজগুলো যেন ভারত সরকার দেয় এমনটি দাবি ব্যবসায়ীদের।

হিলি বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, ভারত হতে পেঁয়াজ আমদানির খবরে পেঁয়াজের দাম কমলেও আবার বেড়েছে পেঁয়াজের দাম। গত দুই দিনের ব্যবধানে প্রতি কেজি প্রকারভেদে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। আজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। এতে বিপাকে পরতে হচ্ছে খুচরা বিক্রেতা ও সাধারণ ক্রেতাদের। খুচরা বিক্রেতাদের অভিযোগ সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে আমদানিকারকরা।

জেবি/এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
অষ্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকচালকের মৃত্যু 
X
Fresh