• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মানিকগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে পরিচ্ছন্নতাকর্মীকে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:১৭
In Manikganj, a cleaner, was killed by injecting air into the anus, rtv news
মানিকগঞ্জ

মানিকগঞ্জে পোশাক কারখানার একজন পরিচ্ছন্নতাকর্মীকে পায়ুপথে বাতাস দিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো. জুলহাস (৩৯) জেলার সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার চান্দিরচর গোলড়া এলাকায় আকিজ টেক্সটাইল মিলের কর্মী জুলহাস। গেলো বুধবার রাত সাড়ে নয়টার দিকে কাজের এক ফাঁকে তার চার সহকর্মী কারখানার কম্প্রেসর যন্ত্র দিয়ে পায়ুপথে বাতাস ঢুকায়। এতে জুলহাসের অবস্থা গুরুতর হয়ে পড়ে। পরে রাতে তাকে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

কিন্তু ভুক্তভোগীর স্বজনরা তাকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে আনা হয়।

মানিকগঞ্জে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত জুলহাসের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে কারখানাটির চার কর্মীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। এরইমদ্যে অভিযুক্ত বিজয় হোসেন, সোহেল রানা, লাবু মিয়া ও সমির আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের মায়ের দাফন সম্পন্ন
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
X
Fresh