• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ব্যাংকে বোমা নিয়ে ভয় দেখানোর অপরাধে যুবকের তিনদিনের রিমান্ড

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২০, ২০:১২
abu bakar
আবু বকর

গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তায় প্রাইম ব্যাংক লিমিটেডে শাখায় বোমা নিয়ে ঢুকে টাকা লুটের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার আবু বকরের (৩২) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম রিমান্ড মঞ্জুর করে। এর আগে ওই ঘটনায় বুধবার রাতে প্রাইম ব্যাংকের ম্যানেজার এম ফরিদ আহমদ বাদী হয়ে আবু বকরের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে বাসন থানায় একটি মামলা করেন।

আবু বকর বাগেরহাটের মোড়লগঞ্জ থানার বিশারীঘাটা এলাকার মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা বোর্ড বাজার এলাকার বেলমন্ট গার্মেন্টসের চাকরীচ্যুত শ্রমিক। তিনি বোর্ড বাজারের বটতলা এলাকায় বসবাস করেন।

বুধবার দুপুরে আবু বকর প্রাইম ব্যাংকে বোমা নিয়ে প্রবেশ করার পর বিকেলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে বোমাটি নিষ্ক্রিয় করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আজাদ মিয়া সাংবাদিকদের জানিয়েছিলেন, বোমাটি তিনটি পাইপের সমন্বয়ে একটি ইমপ্রোভাইস ইলেকট্রনিক ডিভাইসে (আইইডি) তৈরি করা। এটিকে পাইপ বোমা বলা হয়ে থাকে।

এসএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh