• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আজ আরও সাত শতাধিক সাইনবোর্ড উচ্ছেদ করলো ডিএনসিসি

আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:০০
Dhaka North City Corporation, (DNCC) today has more than 700 illegal billboards, rtv online
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আজ আরও সাত শতাধিক অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, শপসাইন, প্রজেক্ট সাইন অপসারণ করেছে।

বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গুলশান, বনানী ও প্রগতি সরণিতে অভিযান পরিচালিত হয়। পরে স্পট নিলামের মাধ্যমে এসব বিলবোর্ড, সাইনবোর্ড, শপসাইন ও অন্যান্য মালামাল এক লাখ ৭৭ হাজার টাকায় বিক্রি হয়।

এছাড়া ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা, ট্রেড লাইসেন্স না থাকা, সরকারি কাজে বাধা এবং অন্যান্য অপরাধে এক লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়।

উচ্ছেদ অভিযান চলাকালে গুলশান এক নম্বর গোলচত্বরে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, সিটি করপোরেশনকে ট্যাক্স না দিয়ে যারা বড় বড় সাইনবোর্ড, বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে ব্যবসা করছেন তারা সম্পূর্ণ অবৈধ কাজ করছেন। আমরা এ ধরনের বিলবোর্ডের পারমিশন দেব না। যারা এ ধরনের বিলবোর্ড লাগাচ্ছেন, তাদেরকে সাবধান করে বলছি-এগুলো অবৈধ। এগুলোকে আমরা কোনোমতেই পারমিশন দেব না।

এ সময় তিনি আরও বলেন, আমরা মানুষকে দেখাতে চাই, যারা বিলবোর্ড, সাইনবোর্ড লাগাবেন তারা আইন অনুযায়ী সিটি করপোরেশনকে ট্যাক্স দিয়ে লাগাবেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপ কমাতে দৈনিক ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
ডিএনসিসির সঙ্গে চীনের আনহুই প্রদেশের সমঝোতা স্মারক সই
৪ মাস পর টনক নড়ল ডিএনসিসির
চার হাজার ইমাম-মুয়াজ্জিনকে ঈদ সম্মানি দিলো ডিএনসিসি
X
Fresh