• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন পেশ

নারায়ণগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫১
Baitus Salat Jame Mosque in Narayanganj
নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদ

গ্যাসের পাইপলাইনে লিকেজ, বৈদ্যুতিক স্পার্ক ও মসজিদ কমিটির অবহেলা জনিত কারনে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি ৪০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর এ কথা জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন।

প্রতিবেদনে মসজিদ কমিটি গঠনের নীতিমালা, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ স্থাপন করার জন্য ডিজিটাল ম্যাপসহ ১৮টি বিষয়ে সুপারিশ করা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি বলেন, বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি পেয়েছি।

গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মসজিদের ভেতরে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এতে এখন পর্যন্ত ৩২ জন মারা গেছে।

এর আগে ১০ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও কমিটির প্রধান এ ডি এম খাদিজা তাহেরা ববি ৭ দিনের সময় চেয়ে আবেদন করেন। পরে জেলা প্রশাসক জসিম উদ্দিন পাঁচ কার্য দিবসের সময় বাড়ালে আজ শেষ দিনে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়।

এসএ/জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
নারায়ণগঞ্জে ব্যাটারি কারখানায় আগুন
ঘর ছাড়লো বিটিএসভক্ত দাখিল পাস ছাত্রী
নারায়ণগঞ্জে শিশুকে শ্বাসরোধে হত্যা
X
Fresh