• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টাঙ্গাইলে চার পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৫
Four onion traders fined in Tangail,
টাঙ্গাইলে চার পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা ম্যাজিস্ট্রেট-এর।

টাঙ্গাইলে ঘাটাইলে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঘাটাইল বাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের মূল্য তালিকা না টাঙানো, ক্রয়কৃত পেঁয়াজের চালান দেখাতে না পারার অপরাধে চার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ভোক্তা অধিকার আইনে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সারা দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। এজন্য বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী অহেতুক পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএ/এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh