• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আশুগঞ্জে ময়লার স্তূপে মিলল নবজাতকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৮
The body of a newborn was found in a pile of dirt in Ashuganj
প্রতীকী ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলার গোলচত্তরের পাশে ঢাকা সিলেট মহাসড়কে সিএনজি স্টেশনের পেছনে ময়লার স্তূপে পলিথিনে মোড়ানো অবস্থায় এক মেয়ে নবজাতকের মরদেহ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এই মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহে পচন ও পোকা ধরায় এটি ২-৩ দিন আগে কেউ ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, সকাল থেকে সিএনজি চালকরা পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে দুর্গন্ধের উৎস খোঁজাখুঁজি করে পলিথিনে মোড়ানো পা বের হওয়া অবস্থায় একটি মরদেহ দেখতে পায় তারা। পরে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। তাদের ধারণা, মরদেহটি কোনো ক্লিনিক বা বাসা বাড়ি থেকে কেউ ফেলে গেছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ বলেন, ময়নাতদন্তে শিশুটির প্রকৃত বয়স ও মৃত্যুর কারণ জানা যাবে। কে বা কারা মরদেহটি ফেলে গেছে এবং নবজাতকের পরিচয় জানতে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

আরও পড়ুন: যুবলীগ নেতা আনিসুর দম্পতির আয়কর নথি জব্দ

এসএ/এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবলিক টয়লেটের সামনে পড়ে ছিলো নবজাতকের মরদেহ
শ্রীপুর উপজেলায় ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার 
ভিসির বাংলোতে নবজাতকের মরদেহ ফেলা যুবক আটক
কার্টনে মিলল নবজাতকের মরদেহ
X
Fresh