• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হাতের মেহেদী না মুছতেই ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৬
A young man, died when he was hit ,by a train near Tebunia railway station near Pabna city, rtv news
প্রতীকী ছবি

পাবনা শহরের অদূরে টেবুনিয়া রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় নিহত যুবকের নাম রাসেল হোসেন (২০)।

নিহত রাসেল পাবনা সদর উপজেলার মালিগাছ ইউনিয়নের ধরবিলা গ্রামের তসলিম প্রামাণিকের ছেলে।

রাসেল মাত্র ১৫ দিন আগে বিয়ে করেছিলেন। এখনও হাতের মেহেদীর রঙ মোছেনি।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে টেবুনিয়া রেলস্টেশনের পাশ দিয়ে হাঁটছিলেন রাসেল। একসময় তিনি রেললাইনে উঠে পড়েন। এরই মধ্যে পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যাত্রীবাহী আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেন চলে আসে। ট্রেনচালক বারবার হুইসেল দিলেও রাসেল অন্যমনস্ক থাকায় তিনি ট্রেনের নিচে পড়েন। এতে তার শরীর মুহূর্তেই দ্বিখণ্ডিত হয়ে যায়।

নিহতের স্বজনরা জানান, মাত্র ১৫ দিন আগে রাসেল বিয়ে করেছিলেন। তার শ্বশুড়বাড়ি পাবনা সদর উপজেলার মালিগাছায়।

ওসি গোপাল কুমার জানান, খবর পেয়ে মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুপুরে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
হাইমচরে ঘুরতে এসে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
X
Fresh