• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আজ হিলি স্থলবন্দর দিয়ে আসতে পারে ২০০ মেট্রিক টন পেঁয়াজ (ভিডিও)

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৩

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আজ আসতে পারে ২শ’ মেট্রিক টন পেঁয়াজ।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) হিলি স্থলবন্দরের খুচরা বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, প্রকার ভেদে কেজি প্রতি দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। পেঁয়াজের দাম একটু বেশি হওয়ার কারণে ক্রেতা অনেকটাই কমে গেছে।

গতকাল বুধবার ভারত সরকারের অনুমতি না দেয়া কারণে আসতে পারেনি পেঁয়াজগুলো। ভারতের রপ্তানিকারকরা বলছেন ভারতের অভ্যন্তরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে পেঁয়াজের ট্রাকগুলো।

হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, গতকাল বুধবার ভারতের কেন্দ্রীয় সরকার থেকে কোনও প্রকার নোটিফিকেশন না পাওয়ার কারণে তারা টেন্ডার হওয়া পেঁয়াজগুলো পাঠাতে পারেনি। তবে ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন আজ বৃহস্পতিবার টেন্ডার হওয়া পেঁয়াজগুলো হিলি স্থলবন্দর দিয়ে পাঠাবেন।