• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পেঁয়াজবোঝাই ৪০০ ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৮
400 trucks loaded with onions pass through Sonamasjid land port in Chapainawabganj
ছবি: সংগৃহীত

পেঁয়াজবোঝাই ৪০০ ট্রাক চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

গতকাল বুধবার রাত পর্যন্ত ওই ট্রাকগুলো মহদীপুর স্থলবন্দরে আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, অনেক আগে থেকেই পেঁয়াজের এই বিশাল চালানের এলসিসহ আমদানির সব কাজ সম্পন্ন করা হয়েছিল।

গেল সোমবার থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের দেয়া অর্ডারের পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ভারত সরকারের অনুমতি পাওয়া মাত্রই এসব ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে।

আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তোফিকুর রহমান বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক জানান, নাসিক থেকে আরও এক হাজার ট্রাক পেঁয়াজ আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে মহদীপুর বন্দরে এসে পৌঁছবে। তবে মহদীপুর বন্দরে আটকেপড়া পেঁয়াজ ইতিমধ্যে পচন ধরেছে।

এদিকে মহদীপুর স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক ওই অ্যাসোসিয়েশনের সদস্য হৃদয় ঘোষ ও মহদীপুর স্থলবন্দর সিআ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মণ্ডলের দেয়া এক তথ্যে জানা যায়, ভারতীয় কেন্দ্রীয় সরকারের হটকারী সিদ্ধান্তের কারণে পেঁয়াজ রপ্তানিকারকদের প্রায় ২০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম
বাংলাদেশ ও আমিরাতে ভারতের পেঁয়াজ কূটনীতি
রাজবাড়ীতে ‘কালো সোনা’ পেঁয়াজ বীজ চাষে স্বপ্ন দেখছে কৃষক
পেঁয়াজ আমদানিতে আমাদের ঝুঁকি নিতে হয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
X
Fresh