• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আদালত চলে যেতেই পেঁয়াজের ঝাঁঝ আগের মতো

স্টাফ রিপোর্টার, রাজশাহী, আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৩
In order to keep the onion market stable, campaigns have been launched, in various raw markets of Rajshahi metropolis
রাজশাহী

পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে রাজশাহী মহানগরীর বিভিন্ন কাঁচাবাজারে অভিযান চালানো হয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সাহেববাজার, মাষ্টারপাড়া, শালবাগান ও হড়গ্রাম কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজারে অভিযান চালানো হয়।

রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হলে ব্যবসায়ীরা কিছু সময়ের জন্য পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা কমে বিক্রি শুরু করেন।

তবে ভ্রাম্যমাণ আদালত চলে গেলে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৯০ থেকে একশ’ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করে ব্যবসায়ীরা।

অভিযানটিতে নেতৃত্ব দেন, রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম। এ সময় তিনি বলেন, ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে কয়েকজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪০০ সিসির পালসার বাজারে আসার আগেই ফাঁস হলো দাম
স্বর্ণের দাম আরও কমলো
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
X
Fresh