• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ঘন ঘন কৌশল বদলাতাম’ (ভিডিও)

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩১

সীমান্ত জেলা যশোর চোরাকারবারিদের স্বর্গ হিসেবে পরিচিত। বেনাপোলসহ দীর্ঘ সীমান্ত পথে প্রতিনিয়ত ভারত থেকে মাদকদ্রব্য বাংলাদেশে ঢোকে। প্রশাসনের চোখ ফাঁকি দিতে নিত্যনতুন কৌশল অবলম্বন করে পাচারকারীরা। অভিনব কৌশল রুখতে বিজিবিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের সক্ষমতা বাড়িয়েছে।

কখনও মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকে কখনও বাস ট্রাকের অতিরিক্ত টায়ারের মধ্যে আবার কখনও গাড়ির বডির সঙ্গে বাংলাদেশে ঢুকছে নিষিদ্ধ মাদকদ্রব্য।

পরিচয় গোপন রাখার শর্তে এই চোরাকারবারিরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ঘন ঘন কৌশল বদলাতাম। বাস ট্রাক চালকদের টাকার বিনিময়ে তাদের গাড়ির বিশেষ বিশেষ জায়গাতে করে ঢাকায় এই মাদকদ্রব্য পাঠাতাম।

তবে বসে নেই বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। আধুনিক প্রযুক্তি আর গোয়েন্দা নেটওয়ার্ক কাজে লাগিয়ে ধরে ফেলেন অনেক চালান বলে জানান অধিনায়ক ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) লে. কর্নেল মো. সেলিম রেজা।

তিনি বলেন, ৮০ থেকে ১০০টি ফেনসিডিল মোটরসাইকেলের ট্যাংকে করে পাচার করছে। বড় গাড়ির চাকার ভেতরে পাচার করছে।

সীমান্তে মাদক সমস্যা যুগ যুগ ধরে চলে আসছে। স্থানীয়রা বলছেন, শস্যের ভিতরকার ভূত দূর করা গেলে আর প্রশাসন কঠোর হলে মাদক পাচার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।

এসএ/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বিমানবন্দরে প্রকৌশলী নিহত : সেই বাসচালক গ্রেপ্তার
ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে আটক ২০ 
মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিলেন স্বামী
X
Fresh