• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গ্রিসে তাদের হত্যা করে কনটেইনারের দুটি আলাদা রুমে রাখা হয় (ভিডিও)

হবিগঞ্জ প্রতিনিধি , আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৬

গ্রিসের আসপোপিরগো এলাকায় হবিগঞ্জের দুই বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

নিহতরা হলেন- জেলার নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মমিন (৩০) ও একই গ্রামের নুর হোসেনের ছেলে মোহাম্মদ শাহীন (২৮)।

তাদের মৃত্যুর সংবাদ মঙ্গলবার সন্ধ্যায় তাদের বাড়িতে পৌঁছে। এর পর থেকে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

সে দেশের পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, কে বা কারা তাদের হত্যা করে পরিত্যক্ত দুটি কনটেইনারের পৃথক পৃথক রুমে রেখে যায়। তাদের একজন মাথায় ও আরেকজন গলায় গুলিবিদ্ধ ছিলেন।

গ্রিসের প্রচলিত আইনে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর জোর দাবি জানিয়েছেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন জানান বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে আনার জন্য সহযোগিতা চাইলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এনএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিষেককে গোপনে বিয়ে, আত্মহত্যা করতে গিয়েছিলেন জাহ্নবী
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
X
Fresh