• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাড়ি ফিরতে সন্তান নিয়ে ২০ নারীর থানায় ধরনা

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৪
20 women, with children return home, rtv news
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামের কিছু নারী সন্তানদের নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে থানায় আশ্রয় নিয়েছেন

ঝিনাইদহে সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে একটি হত্যার ঘটনায় চার মাস বাড়িছাড়া পরিবারগুলোর নারী সদস্যরা সন্তানদের নিয়ে গ্রামে ফিরতে থানায় ধরনা দিয়েছেন।

আজ বুধবার দুপুরে ঝিনাইদহ সদর থানা চত্বরে পরিবারের সদস্যদের নিয়ে বসে থাকতে দেখা যায় প্রায় ২০ জন নারীকে।

থানায় আসা নারীরা জানান, গেল ৫ জুন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হরিশংকপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আলাপ শেখ নামের এক আওয়ামী লীগ কর্মী আহত হন। দুই দিন পর আহত আরও একজন মারা যান। এ ঘটনার পর থেকে আসামিপক্ষের লোকজনের বাড়িঘর ভাংচুর করা হয়। তারপর থেকে পলাতক রয়েছে ওই গ্রামের অর্ধশত পরিবার। বাড়ি ভাংচুরের পাশাপাশি এখন বসতবাড়ির গাছপালা কেটে নিচ্ছে প্রতিপক্ষরা।

গ্রামে গেলে মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে বলেও এক নারী অভিযোগ করেন। দিনের পর দিন জেলার বিভিন্ন স্থানে স্বজনদের বাড়িতে অবস্থান করতে হচ্ছে তাদের। তাই সন্তানদের নিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করতে সদর থানায় এসেছেন তারা।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আরটিভি নিউজকে বলেন, হত্যার ঘটনায় যারা জড়িত তাদের বিষয়ে আমার কোনও বক্তব্য নেই। যারা নির্দোষ তারা বাড়িতে ফিরে যাবেন। কেউ বাধা দিলে পুলিশ ব্যবস্থা নেবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
যে কারণে থানায় যেতে হলো আমির খানকে
টাঙ্গাইলের শ্রেষ্ঠ ওসি ভূঞাপুর থানার আহসান উল্লাহ্
X
Fresh