• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আর্থিক সহায়তা পেলো মসজিদে বিস্ফোরণে নিহত ইমাম ও মুয়াজ্জিনের পরিবার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৮
ইমাম মুয়াজ্জিন নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ইমাম ও মুয়াজ্জিনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামি ফাউন্ডেশন যৌথভাবে এই সহায়তার চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন।

এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামি ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার ও ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির পরিচালক আনিসুজ্জামান সিকদার।

প্রসঙ্গত, গেল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৪০ মুসল্লির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৩১ জন মারা গেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
আইভীর বিরুদ্ধে মামলার হুমকি হেফাজত নেতার 
X
Fresh