• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পেঁয়াজের মূল্য তালিকা না টাঙানোয় তিন ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইল সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৩
Three traders fined for not posting price list of onions
তিন ব্যবসায়ীকে জরিমানা

হটাৎ করেই গেল সোমবার রাত থেকেই পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। তাই টাঙ্গাইলে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের পার্ক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পেঁয়াজের মূল্য তালিকা না টাঙানোয় এবং ক্রয়কৃত পেঁয়াজের চালান দেখাতে না পারার অপরাধে তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম।

তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সারা দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে টাঙ্গাইল জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সকালে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজারটি মনিটরিং করা হয়। একই সঙ্গে অহেতুক বাজার পরিস্থিতি অস্থিতিশীল না করতে সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

অযথা কোনও ব্যবসায়ী পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এসএ/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৬তম বিসিএসের প্রিলির জন্য ১০৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
আলুর দাম কমলেও পেঁয়াজের বাজার গরম
অভিযানের খবরে ভবনের সব রেস্টুরেন্ট বন্ধ, কেয়ারি ক্রিসেন্ট সিলগালা
লোহাগড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
X
Fresh