logo
  • ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৩ আশ্বিন ১৪২৭

নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের ঘটনায় সিআইডির সাক্ষ্যগ্রহণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

|  ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৪ | আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৭
CID's signature on Narayanganj mosque blast
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এলাকাবাসী ও মুসুল্লিদের সঙ্গে কথা বলেছে সিআইডির টিম। 

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষ্য নেন ও কিছু আলামত সংগ্রহ করেন। 

তদন্ত কর্মকর্তা বাবুল হোসেন জানান, এটি তাদের নিয়মিত তদন্তের অংশ। পরে মসজিদের একটি কক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক বাবুল হোসেন ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এসময় মামলার বিভিন্ন আলামত সংগ্রহ করেন সিআইডির টিম। 

উল্লেখ্য, গেল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৪০ মুসল্লির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৩১ জন মারা গেছে।

এসএস
 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়