• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তিন ঘণ্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ চালু (ভিডিও)

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২০, ১২:১০
Rail communication with Sylhet is closed all over the country
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগান এলাকায় তেলবাহী লরির একটি বগি লাইনচ্যুত

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগান এলাকায় তেলবাহী লরির একটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের বন্ধ ট্রেন যোগাযোগ সোয়া তিন ঘণ্টা পর ফের চালু হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলস্টেশনের ম্যানেজার মো. খলিলুর রহমান।

তার আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাইজগাঁও রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।

সিলেট রেলস্টেশনের ম্যানেজার মো. খলিলুর রহমান জানান, ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মোমিনছড়া চা বাগান এলাকায় লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধারের পর বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
সারাদেশে হিটস্ট্রোকে ৭ জনের মৃত্যু
দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
X
Fresh