• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরের ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২০, ১০:২০
Fire Service (iconic image)
ফায়ার সার্ভিস (প্রতীকী ছবি)

গাজীপুর মহানগরের পূবাইলের নারায়ণকুল এলাকায় ২৮০০ বর্গফুট স্টিলস্ট্রাকচার ‘আল রাজি পলিমার ইন্ডাস্ট্রি’ নামে একটি ফোম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট আগুন নেভানোর কাজ করে বলে জানান গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া।

তিনি বলেন, কারখানাতে গ্যাস সিলিন্ডারসহ দাহ্য পদার্থ বেশি থাকায় দ্রুত আগুনের লেলিহান পুরও কারখানায় ছড়িয়ে জ্বলতে থাকে। খবর পেয়ে টঙ্গী, উওরা ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ২ টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। কারখানার উৎপাদিত মালামাল, কাঁচামাল আসবাবপত্র ও মেশিনপত্র পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলতে পারবো না।

এসএ/জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড
X
Fresh