• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লালমনিরহাট জেলা কারাগার উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে উড়ো চিঠি

স্টাফ রিপোর্টার (লালমনিরহাট), আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৮
Letter threatening to blow up Lalmonirhat District Jail
লালমনিরহাট জেলা কারাগার

লালমনিরহাট জেলা কারাগার উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে উড়ো চিঠি দেয়া হয়েছে বলে কারাগার সূত্রে জানা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় কারাগার ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জানা গেছে, গত সপ্তাহে লালমনিরহাট কারাগারের জেল সুপার ও জেলা প্রশাসককে এ উড়ো চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে কারাগার উড়িয়ে দিয়ে সাথী ভাইদের ছিনিয়ে নেয়ার হুমকি দেওয়া হয়েছে। চিঠিটি আমলে নিয়ে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।

জেলা প্রশাসক মো. আবু জাফর জানান, চিঠির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে আর বেশি কিছু বলতে রাজি হননি।

লালমনিরহাট জেলা কারাগারের সুপার চিঠির বিষয়টি সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে কেনো জিডি করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জিডি আমাদের নিরাপত্তার একটি বিষয়। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনিও।

লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম জানান, কারাগারের ভিতরে জঙ্গি সংগঠনের সদস্যরা অবস্থান করায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ২০০ জনের ধারণ ক্ষমতার লালমনিরহাট জেলা কারাগারে এখন পর্যন্ত ৪৬৬ জন আসামি ও কয়েদি রয়েছে। এদের মধ্যে জঙ্গি সংগঠনের ২০ সদস্য রয়েছে।
এনএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাউরুটি না পেয়ে কর্মচারীকে চড়-থাপ্পড়, প্রাণনাশের হুমকি
এবার ইরানকে ইসরায়েলের হুমকি
এবার বড় পরিসরে হামলার হুমকি ইরানের
ঈদ সালামি নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীর কোপে স্বামী হাসপাতালে 
X
Fresh