• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মসজিদে বিস্ফোরণ: আরও পাঁচদিন সময় পেলো তদন্ত কমিটি (ভিডিও)

নারায়ণগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৬
Explosion at the mosque: The investigation committee got five more days
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা বাইতুস সালাত জামে মসজিদ

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও পাঁচদিন সময় বাড়িয়ে দেয়া হয়েছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক জসিম উদ্দিন তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষিতে এ সময় বাড়িয়ে দেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে পাঁচদিন সময় দেয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও ওইদিন তদন্ত কমিটির প্রধান এডিএম খাদিজা তাহেরা ববি আরও সাত দিনের সময়ের জন্য আবেদন করেন। সে আবেদনের প্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের প্রয়োজনে সময় দেয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই সবদিক বিবেচনা করেই একটি বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবে। এ কারণে তদন্ত কমিটিকে আরও পাঁচ দিনের সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে কমিটি প্রতিবেদন দাখিল করবে।

উল্লেখ্য, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৪০ মুসল্লির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
এসএ/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি 
পাঁচদিনে এলো ৪৫ কোটি ডলার রেমিট্যান্স
তদন্ত কমিটি গঠন, ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে : বুয়েট উপাচার্য
X
Fresh