• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরের স্টিল মিলের গলিত লোহায় দগ্ধ আরো একজনের মৃত্যু (ভিডিও)

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২০, ১০:০৯
Another died after being burnt in molten iron at a steel mill in Gazipur
শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট, ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে এস এস স্টিল মিলস কারখানায় গলিত লোহার স্ফুলিঙ্গ ছিটে দগ্ধ পাঁচ শ্রমিকের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম রিপন চন্দ্র বর্মণ। এ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়াল ২জনে।

গত শুক্রবার ভোরে টঙ্গী মিলগেট এলাকার এসএস স্টিল কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, রাতে শ্রমিকেরা লোহা গলানোর কাজ করার সময় চুল্লি থেকে গলিত লোহা ছিটে পাঁচ শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মীদের সহায়তায় তাদেরকে প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যাদের মধ্যে গত শনিবার গভীর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুলাল নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আজ সোমবার সকাল ৯টার দিকে রিপন চন্দ্র বর্মণের মৃত্যু হয়। রিপন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার পাঁচপীর গ্রামের মৃত বিনয় চন্দ্রের ছেলে।

আহতদের মধ্যে ৯০ শতাংশ দগ্ধ হয়েছেন মোজাম্মেল (২২), দুলাল (২৫) ও ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন নিলয় (২৫) ও রিপন চন্দ্র বর্মণ (৩০)। যাদের মধ্যে আজ সকাল ৯টাযর দিকে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে রিপন চন্দ্র মারা যান। আরেক দগ্ধ শ্রমিক আজাহার (২৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
কেএফ/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
গাজীপুরে ঘরমুখো যাত্রীদের ঢল, তীব্র যানজট 
আম বাগানে পড়ে ছিল নারীর গলাকাটা লাশ
X
Fresh