• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টঙ্গীতে স্টিল মিলের গলিত লোহার স্ফুলিঙ্গে ৫ শ্রমিক দগ্ধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫০
5 workers burnt in molten iron spark of steel mill in Tongi
গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকার এসএস স্টিল কারখানায়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

গাজীপুরের টঙ্গীতে স্টিল মিলের গলিত লোহার স্ফুলিঙ্গ শরীরে ছিঁটে এসে লাগায় ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে মিলগেট এলাকার এসএস স্টিল কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুইজনের শরীরের ৯০ শতাংশ ও অপর দুইজনের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে। আরেকজন সামান্য দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় গেছেন।

আহতদের মধ্যে ৯০ শতাংশ দগ্ধ হয়েছেন মোজাম্মেল (২২), দুলাল (২৫) ও ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন নিলয় (২৫) ও রিপন (৩০)। আরেক দগ্ধ শ্রমিক আজাহার (২৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

জানা যায়, শুক্রবার ভোর ৪টার দিকে লোহা পোড়ানোর সময় আগুনের স্ফুলিঙ্গ ছিঁটে তাদের শরীরে লাগে। সহকর্মীদের সহায়তায় তাদেরকে প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, এমন কোনো ঘটনার বিষয়ে আমাদের কেউ জানায়নি।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, আহতদের পক্ষে কেউ অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টঙ্গীতে আগুনে পুড়ল খাদ্যপণ্যের ১২ গুদাম
টঙ্গীতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
গাজীপুরের টঙ্গীর স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন
টঙ্গীতে ৭ তলা ভবনে আগুন, দগ্ধ ৬
X
Fresh