• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইউএনওর ওপর হামলা: রিমান্ড শেষে দুই আসামি কারাগারে

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৪
UNO Wahida Khanam
ইউএনও ওয়াহিদা খানম

দিনাজপুরে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি নবীরুল ইসলাম ও সান্টু চন্দ্র দাসকে সাতদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার বেলা ৩টার দিকে দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন এর আদালতে এই দুই আসামিকে হাজির করা হয়। আসামিদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা নতুন করে আর কোনো রিমান্ড না চাওয়ায় আদালত আসামিদের জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

এদিকে আগামীকাল শনিবার এই মামলার মূল আসামি আসাদুলের সাতদিনের রিমান্ড শেষে তাকেও স্বীকারোক্তিমূলক জবানবন্দীর জন্য একই আদালতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন কোট ইন্সপেক্টর ইসরাফিল হোসেন।

অপরদিকে দিনাজপুরে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় ৯দিন পর আজ ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম। বর্তমানে ওসি আমিরুল ইসলামকে রংপুর ডিআইজি রেঞ্জে নেওয়া হয়েছে এবং আজিম উদ্দিন নামে নতুন ওসি ঘোড়াঘাট থানায় যোগদান করেছেন।

জিএ/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হওয়া ২ পুলিশ সদস্য রিমান্ডে
৭ দিনের রিমান্ডে কেজরিওয়াল
সাংবাদিক মাসউদ হত্যা মামলায় ৭ আসামি রিমান্ডে
রিমান্ড শেষে কারাগারে সহপাঠী আম্মান
X
Fresh