• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ইউএনওর ওপর হামলা, আরও দু’জন আটক

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৯
Detention Interrogation Office
ফাইল ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমকে হত্যা চেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নন্দনপুর এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

পুলিশ জানান, উপজেলা নির্মাণাধীন মডেল মসজিদে কর্মরত দুইজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার নন্দনপুর গ্রামের মিনারুল ইসলাম ও হুমায়ন। তাদেরকে দিনাজপুর গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

---------------------------------------------------------------
আরও পড়ুন: ভাড়া নিয়ে তর্কের জেরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে হত্যা
---------------------------------------------------------------

প্রসঙ্গত, গেল ২ সেপ্টেম্বর দিনগত রাতে ইউএনও ওয়াহিদার সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ইউএনও ও তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

পরে ইউএনওকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) নিয়ে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। তিনি এখন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
ডিবি কার্যালয়ে এসেও কাণ্ড ঘটিয়েছেন মাতাল নারীরা
ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪ : চালক-হেলপার আটক
মাছ ধরতে গিয়ে ৪২ জেলে আটক
X
Fresh