• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় যুবক আটক

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২০, ১০:২৮
Detained youth Shahadat Hossain
আটক যুবক শাহাদৎ হোসেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশের অভিযোগে শাহাদৎ হোসেন (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী বাজার থেকে তাকে আটক করা হয়। সে কুয়াবাসী গ্রামের সোহরাব আলীর ছেলে।

থানা সূত্র জানায়, শাহাদৎ হোসেন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করে।

বিষয়টি নজরে আসার পর থানা পুলিশকে জানায় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে কুয়াবাসী বাজার থেকে গতকাল বৃহস্পতিবার রাতে শাহাদৎকে আটক করা হয়।

---------------------------------------------------------------
আরও পড়ুন: অভিযানে ম্যাজিস্ট্রেট, গাড়ির লোকিং গ্লাস নিয়ে গেলো চোর!
---------------------------------------------------------------

পুলিশের জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করায় পুলিশ বাদী হয়ে শাহাদৎ হোসেনের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শাহাদৎ হোসেন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় প্রথমে তাকে আটক করা হয়। পরে বিষয়টি সত্যতা নিশ্চিত হয়ে থানায় মামলা দায়েরের পর শুক্রবার গ্রেপ্তারকৃত ওই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
X
Fresh