• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নেত্রকোনায় ট্রলারডুবি: উদ্ধার অভিযান চলছে

নেত্রকোনা প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৪
Trawler sinks in Netrokona: Rescue operation is underway
নেত্রকোনা

নেত্রকোনার কলমাকান্দার গুমাই নদীতে একটি বালুবাহী বলগেট নৌকার ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবিতে ১০ জন নিহত হওয়ার ঘটনায় নিখোঁজদের উদ্ধারে আজ সকাল সাড়ে ৭টা থেকে উদ্ধার অভিযান শুরু করেছে নেত্রকোনা ও স্থানীয় কলমাকান্দা ফায়ার সার্ভিসের সদস্যরা।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু আব্দুল্লাহ মো. সাইদুল্লাহ এবং কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. রফিকুল ইসলাম।

নেত্রকোনা ফায়ার সার্ভিস কর্মকর্তা আবু আব্দুল্লাহ মো. সাইদুল্লাহ বলেন, এখন পর্যন্ত কোনও মরদেহ উদ্ধার হয়নি। এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে বিআইটিএ এর একটি দল উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন।

এদিকে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (এডএম) আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, ট্রলারডুবির ঘটনায় ইতোমধ্যেই আমরা কাজ শুরু করেছি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রলারডুবি : কনস্টেবলসহ দুজনের মরদেহ উদ্ধার
আরও ৩ জনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৩
মেঘনায় ট্রলারডুবি : দ্বিতীয় দিনের উদ্ধার কার্যক্রম শুরু 
মেঘনায় ট্রলারডুবি : নিখোঁজ মা-মেয়ের মরদেহ উদ্ধার
X
Fresh